ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
জামিনে মুক্তি পেলেন রাজবাড়ী পৌর জামায়াতের নেতা রাজু
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-০৬ ১৫:২৩:০৭

 কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার হওয়া রাজবাড়ী পৌর জামায়াতের নেতা ও শিক্ষানবীস আইনজীবী মোঃ রাজু আহম্মেদ(২৯) জামিনে মুক্তি পেয়েছেন।

 গতকাল ৬ই আগস্ট বিকাল ৪টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 রাজু আহম্মেদ রাজবাড়ী শহরের ১নং ওয়ার্ডের ধুনচী গ্রামের মোঃ জিলাল বেপারীর ছেলে। সে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌর শাখার ১নং ওয়ার্ডের আমীর। সে রাজবাড়ী সরকারী কলেজের সাবেক এজিএস। রাজু রাজবাড়ী জজ কোর্টে শিক্ষানবীস আইনজীবী হিসেবে কাজ করেন। গত পৌর নির্বাচনে তিনি ১নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

 গত ৩১শে জুলাই ভোরে নিজ বাড়ী থেকে জামায়াত নেতা রাজুকে পুলিশ গ্রেফতার করে। এরপর গত ১লা আগস্ট সকালে ৭দিনের রিমান্ড আবেদন করে রাজুকে আদালতে পাঠানো হয়েছিল।

 রাজবাড়ী পৌর জামায়াতের যুব বিষয়ক সম্পাদক ইব্রাহিম বলেন, আজকে আদালত থেকে রাজুর জামিন মঞ্জুর হয়। বিকাল ৪টার দিকে রাজু কারাগার থেকে মুক্তি পান। এ সময় নেতাকর্মীরা তাকে জেলগেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ