চলমান সংকট কাটাতে ও আইন-শৃঙ্খলা বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেছে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
গতকাল ৭ই আগস্ট বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা জামায়াতের আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে জেলার আইন-শৃঙ্খলার অবনতি না হয় সহযোগিতা করার অনুরোধ জানান।
জেলা জামায়াতের আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলামের বলেন, আমরা হিন্দু ভাইদের মন্দির এবং উপাসনালয়ে পাহাড়ার ব্যবস্থা করেছি। যে কোন সমস্যায় সাহায্য চাইলে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।