সরকারী চাকুরীতে কোটা প্রথা বাতিলের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহত শহীদদের স্মরণে রাজবাড়ীতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল ৮ই আগস্ট সন্ধ্যা ৭টায় রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
এ সময় প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শিক্ষার্থীরা। এছাড়াও জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের জন্যই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি আমরা। আমরা তাদের সারা জীবন মনে রাখবো।
তারা আরও বলেন, গত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারকে নিধন করে ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে ও তাদের রক্তের বিনিময়ে আমরা যেই সামনের বাংলাদেশের দিকে যাচ্ছি তাদের স্মরণেই আজ এই মোমবাতি প্রজ্জ্বলন। আগামীতে এই কর্মসূচী প্রতি বছরই করা হবে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আমরা যে স্মৃতিচারণ করি, শ্রদ্ধা জানাই ঠিক তেমনিভাবে প্রতি বছর এই ২০২৪ সালে যেসব মেধাবী শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের স্মরণেও আমরা ঠিক এভাবে তাদের স্মরণ করবো, শ্রদ্ধা জানাবো।