ছাত্র-জনতার অভ্যুত্থানে পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯দফা প্রস্তাবনা বাস্তবায়নে রাজবাড়ীতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ই আগস্ট বিকালে রাজবাড়ী শহরের ১নং রেলগেটের শহীদ স্মৃতি ফলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি শামসুল হুদার সভাপতিত্বে গণ সমাবেশে জেলা সেক্রেটারী মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ সাব্বির হুসাইন, অর্থ সম্পাদক মোল্লা মোহাম্মাদ সুমন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক ক্বারী আবু ইউসুফ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান সেলিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম মিলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি আঃ রহমান সোহান ও রাজবাড়ী সরকারী কলেজ শাখার আহ্বায়ক মুহাম্মাদ আব্দুল আলিম বক্তব্য রাখেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলা সভাপতি মুফতি রইচ উদ্দিন, পাংশা উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ আব্দুল্লাহ, গোয়ালন্দ উপজেলা সভাপতি কুরবান আলীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আপনারা দেখেছেন স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তারা কিভাবে জনগণের সম্পদ লুটপুটে খেয়েছে। তারা জনগণের কাছে সাম্য, মানবিক মর্যাদার কথা বলেছিল কিন্তু কখনো তা বাস্তবায়ন করেনি! আপনারা জানেন গত ৫ই আগস্ট ফ্যাসিবাদ হাসিনার পদত্যাগ হয়। দীর্ঘ কয়েক বছর মানুষ আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। খুনি হাসিনার পদত্যাগে আমরা ভেবেছিলাম আমরা শান্তিতে থাকতে পারবো, নিরাপদ একটা বাংলাদেশ পাবো। কিন্তু আমরা কি দেখতে পেলাম, কি শুরু হয়েছে আমাদের দেশে।
যারা মানুষের সম্পদ, ঘরবাড়ি ভাংচুর, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে তাদের দ্বারা কখনো ন্যায় প্রতিষ্ঠা হতে পারে না। এটা কেমন তাদের তন্ত্র মন্ত্র। যে তন্ত্র মন্ত্র অন্যের সম্পদ নষ্ট করায়, রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করাই। আসলে বাস্তবতা এটাই সত্য এই তন্ত্র মন্ত্র দিয়ে কখনো ন্যায় বা ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না। নিরাপদ বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ বির্নিমান করতে হলে ইসলামের কোন বিকল্প নেই। এজন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমোনাই এর হাত কে শক্তিশালী করুন। আসুন আমরা এক সাথে মিলে মিশে নতুন এক বাংলাদেশ তৈরি করি যেখানে কোন হানাহানি, রাহাজানি, সন্ত্রাস ও লুটপাট থাকবে না।
তাই পীরসাহেব চরমোনাই প্রস্তাবিত নয় দফা দাবী মেনে নিতে হবে। বৈষম্য বিহীন সমাজ গড়ার একমাত্র উপায় হলো ইসলাম। তাই আগামীতে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে।