ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে ১১দফা দাবীতে পুলিশের বিক্ষোভ॥কর্মস্থলে না ফেরার হুশিয়ারী
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-০৯ ১৫:১৮:০৫

দেশব্যাপী বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলা, নৃশংস নির্যাতন ও হত্যার প্রতিবাদে ও ১১দফা দাবী বাস্তবায়নে রাজবাড়ীতে কর্মবিরতি পালন করছে পুলিশ সদস্যরা। এ সময় দোষী পুলিশের শাস্তির দাবীতে বিক্ষোভ কর্মসূচীও পালন করেন তারা।

 গতকাল ৯ই আগস্ট দুপুরে জুম্মার নামাজের পর রাজবাড়ী পুলিশ লাইন্সে দ্বিতীয় দিনের মতন কর্মসূচী পালন করে জেলার অধঃস্থন পুলিশ সদস্যরা। এরআগে গত ৮ই আগস্ট রাতেও পুলিশ লাইন্সে বিক্ষোভসহ কর্মসূচী পালন করে।

 বিক্ষোভ ও কর্মবিরতির এই কর্মসূচীতে উপস্থিত পুলিশ সদস্যরা বিগত ১৫বছরে অধস্তন কর্মকর্তাদের সঙ্গে বিসিএস পুলিশ অফিসারদের বিভিন্ন অন্যায়ের কথা তুলে ধরে তাদের শাস্তি দাবী করেন। 

 একই সঙ্গে পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তার দাবী জানিয়ে তারা বলেন, ১১দফা পূরণ না হওয়া অবধি ও পুলিশে সংস্কার না হওয়া পর্যন্ত কর্মে না ফেরার হুশিয়ারী দেন তারা।

 এ সময় তারা, আমরা ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই’ পুলিশে সংস্কার এই মুহুর্তে দরকার, পুলিশ হবে জনতার যদি হয় সংস্কার, আমাদের দাবী আমাদের দাবী মানতে হবে মানতে হবে, কর্মবিরতি চলছে চলবে, পুলিশ হত্যার বিচার করতে হবে করতে হবেসহ বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

 বিক্ষোভ কর্মসূচীতে তারা বলেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে গিয়ে আমাদের কতিপয় উর্ধতন কর্মকর্তা তাদের লেজুড়বৃত্তি ও তাদের যে অন্যায় নির্দেশ, তাদের দ্বারা ইন্সপেক্টর পর্যন্ত সবাই বৈষম্যে শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষ ও কতিপয় দালালদের নির্দেশ পালন করতে গিয়ে আজকে আমাদের পুলিশ সদস্যরা ছাত্রদের ওপর গুলি করতে বাধ্য হয়। তাদের নির্দেশ পালন না করলে আমাদের চাকরী খেয়ে নিত তারা। এই আন্দোলনে আমাদের অনেক পুলিশ সদস্যের ওপর নির্যাতন হয়েছে। যা মধ্যযুগীয় নির্যাতনকে হার মানিয়েছে। আমরা দেশবাসীর শত্রু হতে চাই না। আমরা জনগণের বন্ধু হতে চাই। আমরা তাদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের হয়ে কাজ করতে চাই। রাজনৈতিক মন্ত্রী-এমপিদের কাছ থেকে সুবিধা পেয়ে অনেক দালাল পুলিশ অফিসার আমাদের যেমন খুশি যেভাবে ইচ্ছা ব্যবহার করেছে। আমরা আর এসব দলাদলিতে থাকতে চাই না। পুলিশ বাহিনীর দালালদের কারণে আমরা এবং আমাদের পরিবার এখন অনিরাপদ। পুলিশ সদস্যদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখন আমাদের ১১দফা দাবী দেওয়া হয়েছে। এই দাবী না পূরণ হওয়া পর্যন্ত আমরা কর্মস্থলে যাবো না। পরে কর্মবিরতি পালনকারী পুলিশ সদস্যরা রাজবাড়ীর পুলিশ সুপারের মাধ্যমে আইজিপি বরাবর ১১দফা দাবীর স্মারকলিপি প্রদান করেন।

 গতকাল শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিলে অধস্তন পুলিশ কর্মকর্তা সদস্যদের দাবীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ পিপিএম। 

 তিনি বলেন, তোমাদের সামনে দাঁড়ানোর মতন সৎ সাহস আমার নেই। প্রিয় সহকর্মীবৃন্দ তোমাদের দাবী যৌক্তিক আমি জানি। এই আন্দোলনের সময় তোমাদের যে ভাইরা নির্মম নির্যাতনের শিকার হয়েছে, যেভাবে হত্যাকান্ডের শিকার হয়েছে এগুলো কোন মানুষের মধ্যে সম্ভব কিনা আমার জানা নেই। এই অবস্থায় আসলে আমার এ বিষয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। তারপরও এ জেলায় আমি তোমাদের অভিভাবক হিসেবে আছি। নিশ্চয় সৃষ্টিকর্তা কোন না কোন একটা ব্যবস্থা করবেন। বিচার একটা হবেই। তোমরা একটা বিষয় দেখো কত পুলিশ সদস্য মারা গেল। কেউ একবার বললনা তাদের বিচার করা হোক। কি জন্য আমি এই ইউনিফর্ম পড়বো, কার জন্য পড়বো। নিশ্চয়ই আমরা বুকে পাথর রেখে আবারো শুরু করবো। আমি তোমাদের ১১দফা দাবী দাওয়াগুলো সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো চেষ্টা করবো। নিশ্চয়ই ভালো একটা ব্যবস্থা হবে। আমি তোমাদের সাথেই রয়েছি। আমার ওপর তোমাদের অনেক ক্ষোভ ও কষ্ট থাকতে পারে। আমি ইচ্ছা করে তোমাদের ইচ্ছা করে কষ্ট দেইনি। তোমরা শক্ত হও। নিশ্চয়ই ভালো কিছু হবে।

 এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, রাজবাড়ী ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খান ও জেলা বিশেষ শাখার ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরীসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, গত ৫ই আগস্ট সরকার পতনের পর থেকেই মাঠে নেই পুলিশ। তবে গত ৬ই আগস্ট থেকে সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলায়ও কর্মবিরতি পালন করেছে পুলিশ সদস্যরা। নিরাপত্তাসহ ১১ দফা দাবির কথা উল্লেখ করে তারা এই কর্মবিরতি করছে। তাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে না যাওয়ার হুশিয়ারী দেন। তবে জেলার সদর থানা বাদে বাকি ৪টি থানায় পুলিশ অবস্থান করছে বলে জানা গেছে। তবে সেখানে কোন পুলিশী কার্যক্রম শুরু হয়নি।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ