ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের লজ্জাজনক পতনের পর শান্তি, ঐক্য, সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ের লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে রাজবাড়ীতে জনসমাবেশ করেছে জেলা বিএনপি।
গতকাল ১১ই আগস্ট বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি ফলক চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে আসে বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি একেএম ইকবাল হোসেন মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান, পাংশা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম হোসেন সরোয়ার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক তুহিন আহমেদ তুহিন, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি টোকন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।