ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রাজবাড়ীতে ১৬ দফা দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
  • সুজন বিষ্ণু
  • ২০২৪-০৮-১২ ১৫:২২:০১

সরকারী জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করাসহ ১৬ দফা দাবীতে গতকাল ১২ই আগস্ট বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সঙ্গে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করার কথা বলেন তারা। 

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ১৬ দফা দাবী তুলে ধরেন রাজবাড়ী সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজীব মোল্লাসহ অন্য শিক্ষার্থীরা।

 এসব দাবীগুলো হলো ঃ ১। শহরের আশেপাশে, রেলগেট ও রাজবাড়ী জেলা শহরসহ বাজারের আশেপাশে সরকারী জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ করতে হবে এবং সরকারী জায়গা দখলমুক্ত করতে হবে।

২। ফুটপাত দখল করে কোন দোকানী তার দোকান পরিচালনা করতে পারবে না, পথচারীদের জন্য ফুটপাত দখলমুক্ত করার দাবী জানাচ্ছি।

৩। শহরে যেন ময়লা আবর্জনা ও জলবদ্ধতার যেন সৃষ্টি না হয়, তাই বর্ষা মৌসুমে শহরের ড্রেনগুলো পরিষ্কার করতে হবে। রাস্তার পাশে ময়লা ফেলার জন্য প্লাস্টিকের ডাস্টবিন দিতে হবে।

৪। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার দিয়ে রেলগেট ফুটওভার ব্রিজ ঢেকে দেওয়া, নির্বাচন শেষ হওয়ার পরবর্তীকালে শহরের বিভিন্ন দেয়াল ও শহর থেকে ব্যানার পোস্টার অপসারণ করতে হবে।

৫। শহরের আশেপাশে বিভিন্ন পরিত্যক্ত ভবন, লোকোশেডসহ রাজবাড়ী জেলা অভ্যন্তরীনে বিভিন্ন স্থানে মদ, গাঁজা, ইয়াবাসহ সকল মাদক ব্যবসা বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।

৬। পৌর পার্কিংয়ের নামে কোন অটো বা রিক্সাওয়ালা ভাইদের থেকে চাঁদা তোলা বন্ধ করতে হবে। প্রয়োজনে প্রতিটি অটো এবং রিক্সাকে এক বছর মেয়াদী লাইন্সেনের আওতায় আনতে হবে।

৭। বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখনো অন্তরবর্তীকালীন সরকার নির্ধারণ করেনি, তাই ভুল মূল্য তালিকা দেখে ব্যবসায়ীদের ভাইদের হয়রানী করবেন না। এবং ব্যবসায়ীদের ভাইদের প্রতি অনুরোধ, ন্যায্য মূলে পন্য বিক্রি এবং সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য আহবান জানাচ্ছি।

৮। শহরের ময়লা আবর্জনা, বর্জ্য ইত্যাদি ফেলার জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করতে হবে, নতুন বাজার রাস্তার পাশে বা শ্রীপুর বাজারে মহাসড়কের পাশে যত্রতত্র ময়লা ফেলা যাবে না, এতে বাতাসে বাজে দূর্গন্ধ ছাড়ায় বা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এসবের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।

৯। রাজবাড়ী সদর হাসপাতালসহ রাজবাড়ী শহরে গড়ে ওঠা বিভিন্ন স্বাস্থ্যক্লিনিক, হাসপাতালে রোগীদের হয়রানী মূলক কাজ, বিভিন্ন টেষ্ট করার নাম করে অতিরিক্ত টাকা নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং নোংরা পরিবেশে রোগীদের রাখা বন্ধ করতে হবে, প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষের কাছে আহবান জানাচ্ছি।

১০। স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পরিবেশ সুনিশ্চিত করতে হবে এবং স্কুলের বেতন, পরীক্ষার ফি ছাড়া অপ্রয়োজনীয় বিভিন্ন অনুষ্ঠানের নাম করে সাধারণ শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে।

১১। সকল সরকারী স্কুল কলেজের শিক্ষকদের কোচিং সেন্টার ও টিউশন বানিজ্য বন্ধ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বজনপ্রীতি বন্ধ করতে হবে।

১২। সকল স্কুল কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস রাজনীতি মুক্ত রাখতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে রাজনৈতিক কার্জক্রম ও অনুষ্ঠান বন্ধ করতে হবে।

১৩। পরীক্ষা চলাকালীন সময়ে দিনে রাজবাড়ী সরকারী কলেজ, আদর্শ মহিলা কলেজ, ডাঃ আবুল হোসেন কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানো, আশেপাশে রাস্তা দিয়ে কোন মাইক, প্রচার বা অনুষ্ঠানের সাউন্ডবক্স বাজানো বন্ধ করতে হবে।

১৪। কারিগরি প্রতিষ্ঠান যুব উন্নয়ন এবং টিটিসিসহ এ সকল প্রতিষ্ঠানে ড্রাইভিং, ইলেকট্রিক্যাল, অটোমোবাইলসহ সকল ট্রেনিং-এ নিজেদের লোকদের সুযোগ সুবিধা দেওয়া, আগে থেকেই পরিচিত স্বজনদের সুযোগ দেওয়া তথা স্বজনপ্রীতিসহ সকল অনিয়ম বন্ধ করতে হবে এবং অনৈতিক লেনদেন, ঘুষ ইত্যাদি বন্ধ করতে হবে।

১৫। পাসপোর্ট অফিসের অভ্যন্তরে দালালের দৌরাত্ম্যে বন্ধ করতে হবে। পাসপোর্ট করার জন্য প্রবাসী ভাইদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া, ঘুষ বা দালালের কাছে না গেলে তার কাজ ১-২ মাস সময় ধরে ফেলে রাখা অতিসত্বর বন্ধ করতে হবে।

১৬। প্রেস, টিভি মিডিয়ার সকল ভাইদের প্রতি অনুরোধ, সব সময় বস্তুনিষ্ঠ সত্য নিউজ প্রচার করার জন্য এবং সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসাবে উপস্থাপন করার জন্য বিশেষভাবে আহবান জানাচ্ছি।

 এ সময় বাংলা বিভাগের শিক্ষার্থী অনন্যা খাতুন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী তাইয়েবা, সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী রুদ্র মোল্লা, সরকারী রাজেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী গোলাম আজম, সাব্বির গাজী, নয়ন, সেলিম প্রামানিক, রাকিবুল, সেলিম, সাজ্জাদ, অহনাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা যৌক্তিক ১৬ দফা দাবী বাস্তবায়ন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় জেলা প্রশাসন ও সেনাবাহিনীসহ সকল সাধারণ নাগরিকদের প্রতি আহবান জানান।

 
জেলার উন্নয়নে আমরা আন্তরিকভাবে সহযোগী মনোভাব নিয়ে কাজ করবো----নবাগত জেলা প্রশাসক
বাংলাদেশে সাংবাদিকদের আতঙ্কের কিছু নেই; মিডিয়া এখন আগের চেয়ে স্বাধীন-----প্রেস সচিব
রাজবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ