ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
বিএনপির প্রয়াত নেতা কাজী মতিনের খামার বাড়ীতে হামলা॥বাউন্ডারি ওয়াল-গেট ভাংচুর
  • আশিকুর রহমান
  • ২০২৪-০৮-১৩ ১৫:৪৪:৪৬

 রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কাজী আব্দুল মতিনের খামার বাড়ীর বাউন্ডারি ওয়াল ও মেইন গেট ভাংচুর করেছে দুর্বৃত্তরা। 

 এতে অন্তত ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন কাজী আব্দুল মতিনের ছেলে কাজী আরাফাত হোসেন জিসান।

 গত ১২ই আগস্ট বিকেলে রাজবাড়ী পৌরসভার চরলক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল ১৩ই আগস্ট এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় ও সেনাবাহিনীর ক্যাম্পে ৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে কাজী আরাফাত হোসেন জিসান।

 অভিযুক্তরা হলো- চরলক্ষীপুর এলকার মৃত আহম্মদ আলীর ছেলে বিল্লাল শেখ(৪২), মোঃ আতিয়ার(৪০) ও মোঃ ইয়াকুব(৩৮)।

 লিখিত অভিযোগে জিসান বলেন, উল্লেখিতদের সাথে দীর্ঘদিন আগে থেকে আমার পৈতৃক চরলক্ষীপুর মৌজার ৪১৭, ৪২০, ৪১৮, ৪১২, ৬০৩ নং দাগের ১৪০ শতাংশ জমি নিয়ে শত্রুতা চলে আসছিল। তারই জের ধরে তারা আমিসহ আমার পরিবারের লোকজনদেরকে মারপিট ও খুন জখমসহ আমাদের উপরোক্ত সম্পত্তি জোর পূর্বক ভোগ দখল করার পরিকল্পনা করার সুযোগ খুঁজছিল। গত ১২ই আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উল্লেখিতরা হাতে লোহার রড, লোহার হাতুড়ি, কাঠের বাটাম ও বাঁশের লাঠিসোটা নিয়ে চরলক্ষীপুর সাকিনস্থ আমার উপরোক্ত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে তাদের হাতে থাকা লোহার রড, লোহার হাতুড়ি, কাঠের বাটাম ও বাঁশের লাঠিসোটা দিয়ে বাউন্ডারির ওয়াল ও মেইন গেট ভাংচুর করে আনুমনিক ৫০হাজার টাকার ক্ষতিসাধন করে। 

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ