ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে ভূমি সেবা পেতে হয়রানীর শিকার হতে হয় শিক্ষার্থীদের অভিযোগ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৮-১৪ ১৫:৩৮:২৬

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে ভূমি সেবা পেতে জনসাধারণকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

 গতকাল ১৪ই আগস্ট দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলামের সাথে তার কার্যালয়ে দেখা করে মৌখিকভাবে এ অভিযোগ জানান তারা।

 শিক্ষার্থীরা জানান, ভূমির নামজারি, দলিল লেখাসহ বিভিন্ন সেবা পেতে জনসাধারণকে বাড়তি টাকা দেয়া, দালালের খপ্পরে পড়াসহ নানা ধরনের হয়রানীর শিকার হতে হয় এখানে। এ ধরণের বিভিন্ন অভিযোগ তাদের কাছে রয়েছে। 

 এ বিষয়গুলো আজকে আমরা এসিল্যান্ড স্যারকে জানিয়েছি। তিনি আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তসহ লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। 

 এসিল্যান্ড মোঃ শফিকুল ইসলাম জানান, তিনি উপজেলায় ভূমি সংক্রান্ত যে কোন ধরণের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে আগে থেকেই কঠোর অবস্থানে রয়েছেন। তিনি কিংবা তার অফিসের কেউ কোন অনিয়মের সাথে জড়িত নেই। তাদের অজান্তে তৃতীয় কোন ব্যক্তি দ্বারা হয়তো কেউ কোন ধরণের হয়রানী বা প্রতারণার শিকার হতে পারেন। এ জাতীয় সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্তপূর্বক তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ