ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৮-১৪ ১৫:৩৯:৩৬

একটি ফুটবল, একটি পৃথিবী’ এ শ্লোগানে রাজবাড়ী জেলার গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১৪ই আগস্ট বিকেলে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি’র আয়োজনে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। 

 ম্যাচে গোয়ালন্দের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী ও গোয়ালন্দের সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে নবগঠিত সংগঠন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব একে অপরের মুখোমুখি হয়।

 ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ ফুটবল একাডেমী ৪-৩ গোলে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের আবুল বাশার ভালো খেলা প্রদর্শন করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

 প্রীতি ফুটবল ম্যাচে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন, উপদেষ্টা মোঃ ফারুক হোসেন, সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা সাইফুর রহমান পারভেজ, তিতাস খান, আবুল বাশার, পরিচালক মোঃ আলমগীর হোসেন, কোচ মোঃ আরিফ হোসেন নারু, সদস্য মোঃ ফিরোজ আহমেদ, মোঃ এরশাদ মন্ডল, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখার সভাপতি মোঃ সুলতান ফকির, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন, সদস্য মজিবর শেখ, পিএম ফারুকসহ বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ