ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
খানখানাপুরে ওয়াকফকৃত জমি অবৈধভাবে দখল করে মসজিদ নির্মাণের অভিযোগ!
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-১৫ ১৫:১৬:২৯

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার শেখ পাড়ায় মসজিদ নির্মাণের নামে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। 

 দখল হওয়া এই জমি উদ্ধারের জন্য গত ১৩ই আগস্ট রাজবাড়ী সদর থানায় ও রাজবাড়ী সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের  করেন খানখানপুর গোরস্থান বড় মসজিদের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া ও খানখানাপুর ফয়েজুন্নুনেছা দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ আমির আলী মোল্লা।

 অভিযুক্তরা হলো- সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর শেখা পাড়া গ্রামের মোঃ নজরুল ইসলাম(৫০), মোঃ খোকন শেখ(৪৫), মোঃ ইসহাক খান(৫০) ও মোঃ আক্তার শিকদার(৪৫)।

 অভিযোগে সূত্রে জানা গেছে, জনৈক মরহুম সাহজুদ্দিন উদ্দিন শেখ ১৯৮৭ সালে ১৫ই আগস্ট সাফ কবলা মূলে তার নামের দুটি দাগে জমি ২টি প্রতিষ্ঠানের নামে সাড়ে ১৬ শতাংশ করে মোট ৩৩ শতাংশ জমি খানখানাপুর গোরস্থান বড় মসজিদ ও খানখানাপুর ফয়েজুন্নেছা দাখিল মাদ্রাসার নামে ওয়াকফ করে দেন। ওই জমিতে ২০২৩ সালে আড়াই লক্ষ টাকার মূল্যের মাটি ভরাট করেন তারা। চলতি বছরের ১২ই আগস্ট সকাল ১০টার দিকে ওই জমিটি দখল করার জন্য উল্লেখিতরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে একটি ছাপড়া মসজিদ ঘর নির্মাণ কাজ শুরু করে দেয়। এতে তারা বাধা দিলে তাদেরকে হত্যা করার হুমকি দেওয়া হয়।

 এ বিষয় স্থানীয় মেম্বার নজরুল ইসলাম বলেন, আমার নামে যে অভিযোগ উঠেছে এটি মিথ্যা ও বানোয়াট। আমরা কেউই কোন মসজিদের জায়গা দখল করিনি, এখানে এলাকাবাসী মিলে এখানে একটি মসজিদ স্থাপনা কাজ শুরু করেছি আমরা।

 খানখানাপুর ফয়েজুন্নুনেছা দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আমির আলী মোল্লা জানান, জমিটি আমাদের নামে ওয়াকফ করা। কিন্তু কতিপয় ব্যক্তি গায়ের জোরে লাঠি সোটা নিয়ে এসে জমি দখল করে সেখানে মসজিদ ঘর নির্মাণ করছে। আমরা বাধা দিলে তারা আমাদের হত্যার হুমকি দেন। আমরা রাজবাড়ী সদর থানার ওসি ও সেনাক্যাম্প কর্মকর্তার দৃষ্টিতে রাখতে চাই অভিযোগকৃত ব্যক্তিরা যে কাজ করছে তার সম্পূর্ণ আইন বিরোধী। অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে ।

 খানখানাপুর গোরস্থান বড় মসজিদের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া জানান, আমাদের প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা জমির উপর মসজিদ নির্মাণের নামে জমি দখলের পাঁয়তারা করছে অভিযুক্ত ব্যক্তিরা। আমরা তাদের শাস্তির দাবী জানাচ্ছি।

 এ বিষয় খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন জানান, শুনেছি এলাকাবাসী ওখানে মসজিদ নির্মাণ করছেন।

 এ বিষয় রাজবাড়ী সদর থানার(ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ