ঢাকা বুধবার, এপ্রিল ৯, ২০২৫
জামালপুরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৮-১৬ ১৫:১৫:৫৪

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল ১৬ই আগস্ট বিকেলে জামালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 অনুষ্ঠানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং জামালপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের মাগফিরাত কামনা করা হয়।

 রঞ্জুরুল আলম সরদারের সভাপতিত্বে ও জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম জাহিদের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন খান বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই জোয়াদ্দার, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি খোন্দকার মনির আজম মুন্নু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মীর মনিরুজ্জামান বাবু, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান ও জেলা কৃষকদলের সদস্য মহসিন খান প্রমুখ বক্তব্য রাখেন।

 বক্তারা বলেন, বিএনপি আবার ক্ষমতায় আসবে। আর স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ নেতারা বিদেশে পালিয়ে বেড়াবে। খুব দ্রুতই তারুণ্যের প্রতিক তারেক জিয়া বীরের বেশে দেশে ফিরবে। সেদিন পর্যন্ত অপেক্ষা করুণ। বাংলার মাটিতে আর কোন স্বৈরশাসকের ঠাঁই হবে না।

পাংশার কুদ্দুস হত্যা মামলায় স্ত্রী’র পরকীয়া প্রেমিক তোজামের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
সর্বশেষ সংবাদ