ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
সজ্জনকান্দায় আরাম ঘর শিশু নিকেতনের আয়োজনে চিত্রাঙ্কন প্রশিক্ষণার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-১৬ ১৫:২০:১৭

রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় আরাম ঘর শিশু নিকেতনের আয়োজনে সপ্তাহব্যাপী চারুকারু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 গতকাল ১৬ই আগস্ট সকালে সজ্জনকান্দা টিএন্ডটি পাড়ায় জমিদার বাড়ীতে আরাম ঘরের কার্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়।

 সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কো-অর্ডিনেটর রেজাউল কবির স্বপন। বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন সংগঠনের কর্ণধার ও প্রতিষ্ঠাতা সাংবাদিক লিটন চক্রবর্তী। তিন ভাগে বিভক্ত অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আরাম ঘর শিশু নিকেতনের কো-অর্ডিনেটর রেজওয়ান হোসেন রিজু।  

 জানা গেছে, প্রশিক্ষণ কর্মশালায় ২৮জন শিশু-কিশোরকে দুটি বিভাগে বিভক্ত করে প্রশিক্ষণ প্রদান করেন চারুকারু শিল্পী আবু আব্দুল্লাহ স্বপন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মূল্যায়ন করে দুটি বিভাগে ৩জন করে ৬জনকে পুরস্কৃত করা হয়।

 বড় গ্রুপে প্রথম স্থান অধিকার করে আলেয়া খাতুন, দ্বিতীয় হয় ইশতেহা এবং তৃতীয় স্থান অধিকার করে নওশীন। ছোট দলে প্রথম স্থান অধিকার করে আনিকা খাতুন, দ্বিতীয় সুপ্রিয়া চক্রবর্তী মাটি এবং তৃতীয় হয়েছে সোনিয়া খাতুন।

 অনুষ্ঠান চলাকালে সংগঠনের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ