ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সদর হাসপাতালের কোয়ার্টারে ডাকাতিকালে জনতা কর্তৃক ৩জন আটক
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০৮-১৮ ১৫:০৮:২৯

রাজবাড়ী সদর হাসপাতালের ভিতরে অবস্থিত একটি কোয়াটেরে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

 গত ১৭ই আগস্ট ভোরে ডাকাতি করাকালীন সময়ে জনতার হাতে আটক হয় ৩জন। পরে ওই ৩জনকে পুলিশে সোর্পদ করা হয়।

 এ ঘটনায় ৬জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাত পরিচয়ের আরো ৫/৬জনকে আসামী করে রাজবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।

 গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী শহরের লক্ষীকোল গ্রামের মোঃ মারুফ আহম্মেদ রাব্বি(২৬), বিনোদপুর কলেজপাড়ার মোঃ রাকিব(২৩) ও বিনোদপুর ২নং রেলগেট এলাকার প্রীতম কর্মকার(২৭)।

 মামলার বাদী ও মোঃ আব্দুল্লাহ’র ছেলে মোঃ আসাদুল্লাহ জানিয়েছেন, বাবা ও মায়ের চাকরীর সুবাদে তারা রাজবাড়ী সদর হাসপাতালের একটি কোয়াটারে বসবাস করে আসছেন। গত শনিবার রাত আড়াইটার দিকে মাথা ও মুখ আটকানো, হাফপ্যান্ট পরিহিত একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘরে প্রবেশ করে। তিনি চিৎকার করলে ডাকাতরা গলায় ধারালো অস্ত্র ধরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সাড়ে ৭ লাখ টাকা মূল্যের মালামাল লুটে নেয়। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে হাতেনাতে ওই ৩জনকে আটক করে। খবর পেয়ে রাজবাড়ীতে অবস্থানরত সেনা সদস্যরা এবং থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে এবং এ সময় একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

 এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ মিরাজ হোসেন জানান, এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ