এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল ও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে দ্রুত ফলাফল নিশ্চিতের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।
গতকাল ১৮ই আগস্ট সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে তারা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিলবের করে। এরপর ৫ দফা দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
এইচএসসি শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সময়ে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশ ছিল এইচএসসি-২০২৪ ব্যাচের পরীক্ষার্থীরা। ফলস্বরূপ এই ব্যাচের শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ হতে বঞ্চিত হয়। আমাদের অনেক সহপাঠী এই আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছে এবং অনেকেই বর্তমানে আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাইনা। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষা অংশগ্রহণ করবনা। এক্ষেত্রে এইচএসসি ও সমমানের সকল স্থগিত পরীক্ষা বাতিলের জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে তারা জোর দাবী জানান।
মানববন্ধনে রাজবাড়ী সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুল হাসান কনক, ইকবাল হক তাশিক, শ্রাবণ, অনায়, রুদ্রসহ অন্যান্যরা এইচএসসি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরীক্ষার্থীদের ৫টি দাবী হলো- ১. আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রণিত রুটিন, যা ১৫ই আগস্ট ২০২৪ইং তারিখে প্রকাশিত হয় তা এইচএসসি ২০২৪ ব্যাচের সকল শিক্ষার্থী প্রত্যাখ্যান করেছে।
২. সম্প্রতি সময়ে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের অনেক সহপাঠী শহীদ হয়েছে এবং অনেকেই বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। এমতঅবস্থায় কেউই পুনরায় পরীক্ষায় বসার মত পরিস্থিতিতে নাই।
৩. এখন প্রশ্নপত্র পুড়ে যাওয়াতে পরীক্ষা পেছানো হয়েছে। প্রশ্নপত্র ও উত্তরপত্র সংরক্ষণের দায়িত্ব শিক্ষার্থীদের নয়। তাই কোনো ভাবেই এর দায় শিক্ষার্থীরা নিবে না।
৪. ২৪ মাসের সিলেবাস ১৪ মাসে শেষ করে ৫ মাস ধরে পরীক্ষা দেওয়া, আবার ২ মাস পর রেজাল্ট। যা আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যত জীবনে ক্ষতি হবে।
৫. সকল শিক্ষার্থীদের সাবজেক্ট ম্যাপিং অর্থাৎ বিষয় সমন্বয়ের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অতি শীগ্রই ঘোষণা করতে হবে। দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করবো না। এক্ষত্রে এইচএসসি ও সমমানের সকল স্থগিত পরীক্ষা বাতিল করতে হবে।