ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
সাভারে নিহত কালুখালীর কোরবান শেখের পরিবারের খোঁজ নিলেন সাবেক এমপি খৈয়ম
  • ফজলুল হক
  • ২০২৪-০৮-১৮ ১৫:০৯:৪৩

 ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পূর্ব রতনদিয়া গ্রামের বাসিন্দা কোরবান শেখের পরিবারের খোঁজখবর নিলেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

 গতকাল ১৮ই আগস্ট দুপুরে নিহত কোরবান শেখের বাড়ীতে যান রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তিনি নিহত কোরবান শেখের পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন।

 রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লায়ন এডঃ আব্দুর রাজ্জাক খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, বিএনপি নেতা হাবিবুর রহমান রাজা, শাজাহান আলী মাষ্টার, খান মোঃ আইনুল হাবীব, সুরুজ আলী মুন্সি, জিয়াউর রহমান জিরু, জেলা যুবদলের আহবায়ক মোঃ খায়রুল আনাম বকুল, কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদত হোসেন সাইফুলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী জেলার ৩জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। নিহত কোরবান ছাত্র-জনতার আন্দোলনের একজন অকুতোভয় সৈনিক। কালুখালীতে নিহত কোরবানের নামে একটি স্মৃতিফলক নির্মাণ করা হবে। সরকারের পক্ষ থেকে ও দলীয়ভাবে তার পরিবারকে সহযোগিতা করার জন্য ব্যবস্থা গ্রহণ করবো। 

 উল্লেখ্য, গত ২০শে জুলাই ঢাকার সাভার বাসষ্ট্যান্ড এলাকায় নিজের মুরগীর দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন কোরবান শেখ।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ