বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ ও আল্টিমেটামের প্রেক্ষিতে অবশেষে রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং যুদ্ধাপরাধীদের বিচারকার্য পরিচালনা সংক্রান্ত কার্যক্রমের সাবেক প্রধান সমন্বয়ক মোঃ শামসুল হক।
গতকাল ১৮ই আগস্ট তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ করে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর একটি আবেদন প্রেরণ করেছেন। এই আবেদনের একটি অনুলিপি তিনি কলেজের অধ্যক্ষের বরাবর দিয়েছেন।
এর আগে গতকাল ১৮ই আগস্ট সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে গভর্নিং বডির সভাপতির অপসারণসহ ৩দফা দাবীতে বিক্ষোভ কর্মসূচী পালন করে সাধারণ শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার শিক্ষার্থীরা বলেন, ডাঃ আবুল হোসেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শামসুল হক স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এজেন্ট ছিলো। সে এদেশে নির্দোষ নিরীহ আলেম-ওলামাদের মিথ্যা অবৈধ যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দিয়ে তাদের মৃত্যুদন্ড এবং বিভিন্ন মেয়াদে তাদের কারাদন্ড দিয়েছে। এছাড়াও তিনি যুদ্ধাপরাধীদের বিচারকার্য পরিচালনা সংক্রান্ত কার্যক্রমের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে নিরীহ নির্দোষ মানুষদেরকে যুদ্ধাপরাধী বানিয়েছে। তাই আমরা ডাঃ আবুল হোসেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা সাবেক বিচারক মোঃ শামসুল হককে অপসারণের দাবী জানাচ্ছি। ফ্যাসিস্ট সরকারের কোনো এজেন্ট কলেজের সভাপতি পদে থাকতে পারবে না। এছাড়াও কলেজ থেকে সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এবং কলেজে নিয়মিত পাঠ দানের পাশাপাশি সকল প্রকার সহশিক্ষা কার্যক্রম চালু করতে হবে।
আমাদের এই তিনটি দাবী আমরা কলেজের অধ্যক্ষের কাছে দিয়েছি। তাকে এক কর্মদিবস সময় দিয়েছি। এক কর্মদিবসের মধ্যে আমাদের দাবী পূরণ না হলে আমরা কঠোর আন্দোলনে নামবো।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার প্রতিনিধি রাজিব মোল্লা, রিয়াজ, সাইদুল, জনি শেখ, সাব্বির গাজী, সঞ্জয় কুমার দাস, মোঃ আলতাব, নয়ন মুন্সি, নূর, আয়শা সিদ্দিকা, অহনা ইসলাম, মীর মোহাম্মদ সুজন, কাজী সাফায়েত আহম্মেদ সাদী, রুদ্র মোল্লা, ইসরাফিল, ফাহিম শেখ, কলেজর দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী মাহফুজুর রহমান বাপ্পি, তাহসিন বিন আতিয়ার, রায়সা সামিয়া, নাদিয়া ইসলাম, সুজিতা, এইচএসসি পরীক্ষার্থী ময়ুরী ইসলাম মীম, অনার্স ৩য় বর্ষের সমাজকর্ম বিভাগের সাইদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর পাঠানো পদত্যাগ পত্রে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং যুদ্ধাপরাধীদের বিচারকার্য পরিচালনা সংক্রান্ত কার্যক্রমের সাবেক প্রধান সমন্বয়ক মোঃ শামসুল হক উল্লেখ করেন, চলতি বছরের গত ২৫শে জুলাই আমাকে রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজের সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। আমি উক্ত পদে থাকতে আগ্রহী নই। সে কারণে আমি উক্ত পদ থেকে পদত্যাগ করলাম।
এ বিষয়ে ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু বলেন, গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের বিজয় হয়েছে। তাদের বিজয়ে আমরা অনেক আনন্দিত। শিক্ষার্থীরা আজ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির অপসারণের দাবীসহ তিন দফা দাবীতে আমার কাছে এসেছিলো। শিক্ষার্থীদের দাবীগুলো আমি শুনেছি। তাদের দাবী গুলো যৌক্তিক। আমি এ বিষয়ে কলেজের শিক্ষকদের সাথে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি দেখবো। কলেজের ভালোর জন্য আমরা সব করতে রাজি। কলেজের স্বার্থক্ষুন্ন হয় আমরা এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করবো না।
এ ছাড়াও তিনি আরো বলেন, শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে কলেজের গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ শামসুল হক পদত্যাগ করেছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর পদত্যাগ করার আবেদন দিয়েছেন। পদত্যাগ পত্রের একটি অনুলিপি আমি পেয়েছি।
উল্লেখ্য, রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজের আগামী দুই বছরের জন্য (২০২৪-২০২৬) গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ শামসুল হক। গত ২৫শে জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত পত্রে তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এর আগে গত ২৭শে জুলাই ডাঃ আবুল হোসেন কলেজের আগের(২০২২-২০২৪) গভর্নিং বডির মেয়াদ শেষ হয়। ওই কমিটিতে সাবেক জেলা ও দায়রা জজ মোঃ শামসুল হক বিদ্যোৎসাহী সদস্য ছিলেন।