ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার সাথে যুবদল নেতৃবৃন্দের মতবিনিময়
  • ফজলুল হক
  • ২০২৪-০৮-১৯ ১৪:৫৮:১১

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ ঃ কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মনের সাথে গতকাল ১৯শে আগস্ট দুপুরে মতবিনিময় করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

 মতবিনিময়কালে উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, সদস্য সচিব ডাঃ জাকির হোসেন, বোয়ালিয়া ইউপি যুবলদের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, রাকিবুল হোসেন রকি, রতনদিয়া ইউপি যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাতুল হোসেন, আবু হাসেম, শরিফুল ইসলাম সবুজ, মোঃ আসাদ, মোঃ শিমুল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 এ সময় যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান বলেন, রোগীরা যেন কোনো রকম হয়রানীর শিকার না হয়। অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার তাদের কার্যক্রম চালাতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লোকজন যাতে হাসপাতালে ঘোরাঘুরি না করে এবং দায়িত্বরত চিকিৎসকরা যেন সঠিকভাবে রোগীদের সেবা প্রদান করেন সে ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন।

 
পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ