ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাঁচুরিয়ায় খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৮-২১ ১৪:৫১:২৭

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া বাজারে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ২১শে আগস্ট বিকেলে পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু। 

 এ সময় জেলা বিএনপির সচিব সচিব এডঃ কামরুল আলম, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন মিয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব শাহিন শহিদুল, জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, গোয়ালন্দ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার আহম্মেদ, গোয়ালন্দ পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান মীর প্রমুখ বক্তব্য রাখেন।

 দোয়া মাহফিল পরিচালনা করেন ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ