বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কবির উদ্দিনের অপসারণের দাবীতে গতকাল ২১শে আগস্ট সকালে জেলা প্রশাসক জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে স্মারক লিপি প্রদান করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকেরা।
এর আগে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে সমবেত হয় বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরা। সেখানে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তারা।
এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।
জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদানকালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তাইফুর রহমান তুষারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় আন্দোলনকারীরা বলেন, প্রধান শিক্ষক কবির উদ্দিন ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়েছেন। এমনকি এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা দেয়ার সুযোগ করে দেওয়ার কথা বলেও হাজার হাজার টাকা বাগিয়ে নেন। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে শিক্ষার্থীরা উল্লেখ করেন।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, তোমরা ক্লাসে ফিরে যাও। দ্রুত তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।