ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কেউ সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না------সাবেক এমপি খৈয়ম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-২৪ ১৫:৪৫:৪৪

 রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের সাথে গতকাল ২৪শে আগস্ট বেলা ১১টায় পৌর নিউ মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্তর সভাপতিত্বে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য ফন্টের যুগ্ম আহবায়ক কৃষ্ণ কুমার সেন, বিপ্লব কুমার সরকার, সনজিৎ ভৌমিক, ডাঃ গোবিন্দ, কৃষ্ণ সরকার, সুমন কুমার দাসসহ জেলার হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 মতবিনিময় সভায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করে। সবাই সবার ভাই। রাজবাড়ী জেলাও শান্তি প্রিয় জেলা। এ জেলায় কেউ কোন প্রকার সহিংসতায় যেন না জড়ায়। কেউ সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে কাজ করবো। ধর্ম প্রতিষ্ঠানের মাঝে কেউ রাজনীতি করবেন না।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ