ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
কেন্দ্রীয় কৃষক দলের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে চিকিৎসাসেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৮-২৫ ১৫:০২:০৫

সারাদেশে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। স্মরণকালের ভয়াবহ বন্যায় ইতোমধ্যে পানিবন্দি হয়েছে ৩৬ লাখের অধিক মানুষ। দেশের এমন পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 এরই ধারাবাহিকতায় গতকাল ২৫শে আগস্ট সকালে বৃষ্টি উপেক্ষা করে জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের পক্ষ থেকে নোয়াখালী ও লক্ষীপুরে বন্যার্তদের মাঝে শুকনো খাদ্য সামগ্রী, জরুরী চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 এ সময় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় পানিবন্দি মানুষগুলোকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পৌছে দেওয়া হয়।

 খাদ্য সামগ্রী বিতরণকালে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফিন তুহিন, সহ-সভাপতি মামুনুর রশিদ, সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এডঃ মোঃ আসলাম মিয়া, ভিপি ইব্রাহিম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল বাকী, সাংগঠনিক সম্পাদক এডঃ রবিউল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক সফিকুল ইসলামসহ কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও ছাত্রদলের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 এ বিষয়ে এডঃ মোঃ আসলাম মিয়া বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে ত্রাণ সামগ্রী সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এর ধারাবাহিকতায় বৃষ্টি উপেক্ষা করে খোলা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কেন্দ্রীয় কৃষকদলের পক্ষ থেকে প্রথমে নোয়াখালী ও পরে লক্ষীপুরে বন্যার্তদের মাঝে শুকনা খাবার, জরুরি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছি। তিনি আরও বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যার যার সাধ্যমতো বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ