বাংলাদেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ভারতের ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়ায় বন্যার ঝুঁকিতে রয়েছে রাজবাড়ী জেলাসহ আরো কয়েকটি জেলা।
ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজবাড়ী জেলার নদী তীরবর্তী অঞ্চলের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল ২৬শে আগস্ট ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় এই বাঁধ খুলে দেওয়া হয়েছে।
এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফারাক্কা বাঁধে পানির অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে পানি বেশি হওয়ায় তা ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, বিহার ও ঝাড়খন্ডে বিপুল বৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধ প্রকল্পের পানিরস্তর বৃদ্ধি পেয়েছে। যে কারণে পানির চাপ সামলাতে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে। ফলে একদিনে বাংলাদেশে ১১ লাখ কিউসেক পানি প্রবেশ করবে।ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো।
রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকার বাসিন্দা সুরুজ মিঞা বলেন, দোকানে বসে সন্ধ্যায় চা খাচ্ছিলাম। তখন টিভিতে খবরে শুনলাম ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। আমাদের বাড়ি-ঘর নদীর পাড়ে। নদীর পানি বাড়লে আমাদের বাড়ি-ঘর সব তলায় যাবে। এখন খুব চিন্তা হচ্ছে। বন্যা হলে কোথায় যাব পরিবার নিয়ে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশল এম.এ. শামীম বলেন, ফারাক্কা বাঁধ খুলে দেওয়াতে রাজবাড়ীতে বন্যা হবে কি না তা এখনই বলা যাচ্ছে না। তবে ঝুঁকি রয়েছে। মঙ্গলবার সকালে পানির রিপোর্ট পেলে বোঝা যাবে বাঁধ খুলে দেওয়ার পর কি পরিমান পানি বাড়ছে নদীতে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধের অবস্থান। বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ১৯৬২ সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই বাঁধের কাজ শেষ হয় ১৯৭০ সালে। ফারাক্কা বাঁধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯৭৫ সালের ২১শে এপ্রিল।