সম্প্রতি বন্যা কবলিত জেলায় বানভাসীদের পাশে দাঁড়াতে নগদ অর্থ সহায়তা সংগ্রহ করছে রাজবাড়ীর গোয়ালন্দ দেওয়ান পাড়া হাই স্কুলের শিক্ষার্থীরা।
গত রবিবার থেকে শুরু করে গতকাল ২৮শে আগস্ট পর্যন্ত উপজেলার বাসস্ট্যান্ড, জমিদার ব্রীজ, দৌলতদিয়া লঞ্চ, ফেরী ঘাটসহ বিভিন্ন দোকান ও মানুষের কাছ থেকে বন্যা কবলিত মানুষদের জন্য অর্থ সংগ্রহ করেছে তারা।
শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। অনেকে বলেছেন ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার হাত বাড়ালে হয়তো তাদের দুর্ভোগ কিছুটা হলেও কমবে।
শিক্ষার্থীরা জানান, দেশে বিভিন্ন জেলার মানুষ পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছে। তাদের জানমালের অনেক ক্ষতি হয়েছে। বন্যার্তদের সহায়তায় আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য অর্থ সংগ্রহ করছি।
দেওয়ান পাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী অনিন্দ্য চক্রবর্তী জানায়, বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদানের জন্য আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছি। তারপর আমাদের স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কাছ থেকেও টাকা সংগ্রহ করেছি।
আরেক শিক্ষার্থী রাতুল জানায়, সম্প্রতি দেশের কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন অঞ্চলে বন্যাকবলিত হয়েছে মানুষ। আমরা সেই বানভাসী মানুষের পাশে দাঁড়াতে গত রবিবার থেকে গতকাল ২৮শে আগস্ট পর্যন্ত মোট ৩দিনে ৬০ হাজার টাকা সংগ্রহ করেছি। আমরা এই সহায়তা নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী কিনে তাদরকে দিবো।
দশম শ্রেণীর আরেক শিক্ষার্থী ফারহান বলেন, আমাদের ছোট্ট গোয়ালন্দ উপজেলা থেকে পাঁচ টাকা, দশ টাকা আবার অনেকে ৫০-১০০ টাকা দিয়েও সহযোগিতা করেছেন। এমন মানবিক কাজে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদের কষ্টার্জিত এই টাকাগুলো আমরা আমাদের শিক্ষকদের মাধ্যমে বন্যার্তদের মাঝে পৌছানে হবে।
দেওয়ানপাড়া রহমত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রউফ বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমাদের স্কুল থেকে প্রথমে টাকা সংগ্রহ করা শুরু করেছি, আমরাও চেস্টা করেছি সাধ্যমতো অর্থ দিয়ে বানভাসী মানুষের পাশে থাকতে। ৩দিনে তারা ৬০ হাজার টাকা সংগ্রহ করেছে। ইনশাআল্লাহ আমরা এ টাকাগুলো বানভাসী মানুষের পাশে গিয়ে সহযোগিতা করবো।