ভারত ফারাক্কার ১০৯টি বাঁধের গেট খুলে দিলেও রাজবাড়ীতে এখন পর্যন্ত বাড়েনি পদ্মার পানি। গত দুই দিনের তথ্যমতে তিনটি গেজস্টেশন পয়েন্টে পদ্মা নদীর পানি কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রাজবাড়ী।
এদিকে বাঁধ খুলে দেওয়ায় পদ্মা নদীর তীরবর্তী বাসিন্দারা চরম আতংকে থাকলেও এখন পর্যন্ত পানি না বৃদ্ধি পাওয়ায় অনেকটাই স্বস্তিতে রয়েছেন তারা।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের(পওর বিভাগ) উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান জানান, গত ১৫ ঘণ্টায় পাংশার সেনগ্রাম গেজস্টেশন পয়েন্ট, সদরের মহেন্দ্রপুর গেজস্টেশন পয়েন্ট এবং গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি কমেছে।
পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর তথ্য মতে, গত ২৮শে আগস্ট সন্ধ্যা ৬ টা থেকে গতকাল ২৯ শে আগস্ট সকাল ৯টা পর্যন্ত রাজবাড়ীর তিনটি পয়েন্টেই পানি কমেছে দশমিক ৬ সেন্টিমিটার করে।
সেনগ্রাম গেজস্টেশন পয়েন্টে বর্তমান পানি রয়েছে ৮ দশমিক ৯৭ সেন্টিমিটার। যা গতকাল ছিল ৯ দশমিক ০৩ সেন্টিমিটার। মহেন্দ্রপুর গেজস্টেশন পয়েন্টে বর্তমানে পানি রয়েছে ৭ দশমিক ৯৫ সেন্টিমিটার। যা গতকাল ছিল ৮ দশমিক ০১ সেন্টিমিটার। আর দৌলতদিয়া গেজস্টেশন পয়েন্টে পানি রয়েছে ৬ দশমিক ৭২ সেন্টিমিটার। যা গতকাল ছিল ৬ দশমিক ৭৮ সেন্টিমিটার।