ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কৃতিসন্তান এডঃ এ.এস.এম. মোক্তার কবির খান।
তিনি কালুখালী উপজেলার খড়খড়িয়া গ্রামের মৃত আলহাজ্ব মোঃ গণি খান ও মৃত কুলসুম গণি খানের ছেলে।
গত ২৮শে আগস্ট সুপ্রিম কোর্টের ৬৬ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ। এই তালিকায় রয়েছেন এডঃ এ.এস.এম মোক্তার কবির খান।
জানা গেছে, এডঃ এ.এস.এম মোক্তার কবির খান ১৯৭৯ সালে কালুখালী উপজেলার মৃগী হাইস্কুল থেকে এসএসসি, ১৯৮১ সালে পাংশা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে অর্থনীতিতে অনার্স ও ১৯৮৬ সালে অর্থনীতিতে মাস্টার্স শেষ করেন। ১৯৯০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ করেন। এরপর ২০১২ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে এলএলএম সম্পন্ন করেন।
পেশাগত জীবনে এডঃ এ.এস.এম মোস্তফা কবির ১৯৯৪ সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। ১৯৯৫ সালে তিনি ঢাকা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর ছিলেন। তিনি ১৯৯৬ সালে ঢাকার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বারের আইনজীবী হন। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের মেম্বারশীপ পান। ২০০৫-২০০৭ সাল পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ২০১১-১২ সালে তিনি সুপ্রিম কোর্ট বার সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। ২০১৪-১৫ সালে তিনি সুপ্রিম কোর্ট বারের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। একই সময়ে তিনি বারের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি ২০২২ সালে সুপ্রিম বার এসোসিয়েশনের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। এছাড়াও তিনি ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ঢাকার সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে আছেন। এছাড়াও তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য এবং তিনি রাজবাড়ী জেলা বারেরও সদস্য। পেশাগত জীবনের বাইরে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
এডঃ এ.এস.এম মোক্তার কবির খান জানান, তিনি ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ও ২০১৮ সাল থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী পেশায় নিয়োজিত রয়েছেন। অনেক সীমাবদ্ধতার মাঝেও তিনি চেষ্টা করেছেন নিজের পেশার প্রতি শ্রদ্ধাশীল থাকার। আগামীতেও তিনি এই ধারা অব্যাহত রাখবেন। কোন নির্যাতিত মানুষই যেন আইনের শাসন থেকে বঞ্চিত না হয় সেই দিকটা বিবেচনায় রাখা হবে জানিয়ে তিনি আরো বলেন, সমাজের অবহেলিত অসহায় নির্যাতিত মানুষের আইনী সেবা প্রদানের জন্য তার দরজা খোলা থাকবে।