বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা কমিটির সভা গতকাল ২৯শে আগস্ট দুপুরে শহরের সজ্জনকান্দাস্থ সাবেক আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়।
সভায় প্রধান অতিথি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা মাইমুন নাহার টফিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহিলা দলের নেতাকর্মীরা।
শুভেচ্ছা বিনিময়ের পর স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি কুমকুম নজরুল।
সভায় জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলার সদর, গোয়ালন্দ, কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গোয়ালন্দ পৌরসভা, রাজবাড়ী পৌরসভা ও পাংশা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দুঃশাসনের কথা তাদের বক্তব্যের তুলে ধরেন।
জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি কুমকুম নজরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা মাইমুন নাহার টফি, জেসমিন নেওয়াজ, সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি ও সাংগঠনিক সম্পাদক রাজিয়া বেগম বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস ও জেলা জাসাসের সাবেক সভাপতি আব্দুর রউফ হিটু প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ ১৭টি বছর পর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমরা এখনো ক্ষমতায় আসিনি তবে আশা করছি অন্তবর্তীকালীন সরকার দ্রুতই নির্বাচনের আয়োজন করবেন। কাজেই আপনারা আপনাদের স্ব স্ব অবস্থান থেকে নির্বাচনে কাজ করার প্রস্তুতি নিন।
এছাড়াও তিনি তার বক্তব্যে জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা কমিটির উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।