ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
রাজবাড়ী জেলার নতুন এসপি শামিমা পারভীন
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৯-০৩ ১৫:৫১:১৪

 রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার(পিটিসি) এর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।

 গতকাল ৩রা সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে রাজবাড়ী জেলায় পদায়ন করা হয়।

 এছাড়াও গতকাল ৩রা সেপ্টেম্বর জননিরাপত্তা বিভাগের অপর এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর বর্তমান পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ পিপিএম-সেবা’ক আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

 জানা যায়, নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন ২০০৬ সালে ২৫তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাকুরী জীবনে সিরাজগঞ্জ জেলায় র‌্যাব-১২ তে সহকারী পুলিশ সুপার, এরপর রংপুর জেলায় র‌্যাব-৫ এ সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১১ সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষা হাইতি মিশনে সাড়ে ১৩ মাস কর্মরত ছিলেন। মিশন শেষ দেশে ফিরে তিনি রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে যোগদান করেন। তারপর সেখান তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হন। ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। এরপর ২০২০ সাথে তিনি রংপুরে পিটিসিতে(পুলিশ ট্রেনিং সেন্টারে) পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা।

 
রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ১০জনের বিরুদ্ধে কোর্টে মামলা
 ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজবাড়ী জেলার তিন শহীদের তালিকা প্রনয়ণ
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজবাড়ীতে রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ প্রদান
সর্বশেষ সংবাদ