ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কালুখালী কলেজে ছাত্রীকে ইভটিজিং করার দায়ে এক বখাটের কারাদন্ড
  • মনির হোসেন
  • ২০২০-১০-২০ ১৫:৩৫:৫১
কালুখালী সরকারী কলেজের এক ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে গতকাল ২০শে অক্টোবর ভ্রাম্যমাণ আদালত পাংশা উপজেলার কাজীআল পাড়া গ্রামের বখাটে সরোয়ার মল্লিককে ৩মাসের কারাদন্ড দিয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী সরকারী কলেজের এক ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে পাংশা উপজেলার কাজীআল পাড়া গ্রামের মোহাম্মদ মল্লিকের ছেলে বখাটে সরোয়ার মল্লিক (২৭)কে ৩মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

  গতকাল ২০শে অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে কালুখালী উপজেলা পরিষদের পাশে দিকে এই ইভটিজিংয়ের ঘটনা ঘটে। 

  ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই কলেজ ছাত্রী প্রয়োজনীয় নোটের জন্য কলেজের শিক্ষকের সঙ্গে দেখা করতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। কালুখালী উপজেলা পরিষদ পাশে পৌঁছালে ইভটিজার সরোয়ার মল্লিক ঐ কলেজে ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও বাজে প্রস্তাব দেয়, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, তার শরীরে ধাক্কা দেয় এবং মোবাইল নম্বর চায়। এ সময় কলেজ ছাত্রী বাঁধা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। ইভটিজার পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজন তাকে আটকে পুলিশের কাছে সোপর্দ করে। পরে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৮৬০ সালের দন্ড বিধির ৫০৯ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ