পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে রাজবাড়ীতে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ৯ই সেপ্টেম্বর বাজার তদারকি অভিযানে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর বাজারে শফি হোটেলকে ২হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় একই বাজারের মেসার্স ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২হাজার টাকা এবং শহরের নতুন বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে আলিফ এন্টারপ্রাইজকে ৪হাজার টাকা জরিমানা করা হয়।