রাজবাড়ীতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং(সার্ভেয়িং) পাশকৃত সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল ১১ই সেপ্টেম্বর সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বিভিন্ন সরকারী দপ্তরের সার্ভেয়াররা।
স্মারকলিপি থেকে জানা যায়, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সরকারের বিভিন্ন দপ্তরে সার্ভেয়ারগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় বিগত ১৯৮৭ সাল হতে সকল ডিপ্লোমার ন্যায় তিন বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-সার্ভে শিক্ষার প্রসার ঘটিয়ে ২০০০ সাল হতে সকল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার ন্যায় একই সাথে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং(সার্ভেয়িং) টেকনোলজি শিক্ষা চালু রয়েছে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষায় মোট ৩৪টি টেকনোলজি বা ট্রেড রয়েছে। যার মধ্যে সার্ভেয়িং অন্যতম। সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেডের বেতন স্কেলে নিয়োগ দেয়া হয়।
১৯৯৪ সালের ১৯শে নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে সকল মন্ত্রণালয়/বিভাগকে তাদের অধীনস্থ অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে ও পদবী উপ-সহকারী প্রকৌশলী করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে অর্থ বিভাগের সম্মতিও রয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ তে চার বৎসর মেয়াদী সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণী করণে মধ্যম সারির ব্যবস্থাপক/সাব-অ্যাসিস্ট্যাস্ট ইঞ্জিনিয়ার/সমতুল্য হিসেবে বলা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের তৃতীয় শ্রেণীর কর্মচারীর মর্যাদা দেয়া হচ্ছে। যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন ২০১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং শিক্ষার্থীদের সাথে প্রতারণা শামিল। এমনকি বর্তমানে বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃত সার্ভেয়ার/সমমানের পদধারীদের অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ১০ম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হচ্ছে না। যা অনভিপ্রেত ও সম্পূর্ন বৈষম্যমূলক।
বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈষম্যদূরীকণের জন্য সার্ভেয়াররা স্মারকলিপির মাধ্যমে এই আবেদন করেন।
সার্ভেয়াররা বলেন, বর্তমান বৈষম্যহীন বাংলাদেশে আমরা অবিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এর ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং(সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নত করার দাবী জানাচ্ছি। অন্যথায় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস “ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ” লাগাতার কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে।
এ সময় সার্ভেয়ার সমর চন্দ্র সূত্র ধর, মোঃ রাসেল শেখ, মোঃ আকতার হোসেন মিলন, তাওহীদ মোল্লা, সোহেল রানা, মোঃ মনির হোসেন, মোঃ শাকিল আহমেদ, সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম, সবুজ, সাখাওত হোসেন, রুবেল খান, মোঃ আব্দুল্লাহসহ অন্যান্য সরকারী দপ্তরের সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।