সারাদেশে মাজারে হামলা ও অংচুরের প্রতিবাদে গতকাল ১২ই সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে মাজার ও তরীকার ভক্তরা।
রাজবাড়ী জেলা মাজারভক্ত ও সকল তরীকার ভক্তদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন তরীকার ভক্তরা অংশগ্রহণ করে। তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙার প্রতিবাদ জানান এবং আর যেনও কোন মাজার ভাঙা না হয় তার দাবী করেন।
এতে বিভিন্ন তরিকা থেকে আগত ভক্তদের মধ্যে গোলাম মোস্তফা, আব্দুর রহমান, আব্দুর রশিদ, মোঃ হোসেন আলী, মোহাম্মদ শান্ত চিশতি, মেহেদী আব্দুল সরকার, ফজলুর রহমান, মেহেদী আব্দুল সরকার, আবু বক্কার, ফকির রফিক সরকার প্রমুখ বক্তব্য রাখেন।