ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালকের পদত্যাগের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৯-১৫ ০২:৪৩:৫৬

নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে।

 গতকাল ১৪ই সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় বৃষ্টিতে ভিজে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল ক্যাম্পাসে নার্সিং সংস্কার পরিষদ, জেলার নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষক, শিক্ষার্থী ও হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 মানববন্ধনে রাজবাড়ী সরকারী নার্সিং ইনস্টিটিউট, বেসরকারী আইডিয়াল নার্সিং কলেজ, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট, মডেল নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।

 বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদসহ সকল নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার ১দফা দাবী জানান।

 মানববন্ধন কর্মসূচীতে নার্সিং ইনস্টিটিউট রাজবাড়ী ইন্সট্রাক্টর ইনচার্জ আরতী রানী শীল, নার্সিং ইন্সট্রাক্টর সালমা পারভীন, ডালিয়া পারভিন, রাজবাড়ী সিভিল সার্জন অফিসের সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তা আখিতারা, নার্সিং সুপারভাইজার রহিমা ইয়াসমিনসহ আইডিয়াল নার্সিং কলেজ, মডেল নার্সিং কলেজ ও আব্দুল্লাহ নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, সকল নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে জঘন্য কটুক্তি করায় মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদসহ সকল নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণসহ  উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ