ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়েজলীগের বার্ষিক সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৯-১৫ ০২:৪৪:৫১

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়েজলীগ (বিআরইএল) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ১৪ই সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় শহরের আজাদী ময়দানের সংগঠনের নিজস্ব কার্যালয়ে বার্ষিক সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 মোঃ মাহফুজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়েজলীগ(বিআরইএল) কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বক্তব্য রাখেন।

 বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়েজলীগ (বিআরইএল) রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নুরুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়েজলীগ(বিআরইএল) কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মোঃ সেলিম পাটোয়ারী বক্তব্য রাখেন।

 এ সময় রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ আলীমুজ্জামান, পৌর জামায়াতে ইসলামী আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারী এডভোকেট মোঃ রনজু বিশ্বাসসহ জামায়েত ইসলাম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 সম্মেলনে মোঃ সেকেন পাটাদারকে সভাপতি ও মোঃ আনিচুর রহমানকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৩সদস্য বিশিষ্ট বিআরইএল-এর রাজবাড়ী শাখার কমিটি গঠন হয়।

 প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়েজলীগ(বিআরইএল) কেন্দ্রীয় সভাপতি মোঃ আক্তারুজ্জামান বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য ও রেলওয়ের বিভিন্ন সেক্টরের দুর্নীতি ও বৈষম্য দূর করে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে।

 তিনি রাজবাড়ীতে রেলওয়ের উন্নয়ন ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে গঠনমূলক অগ্রণী ভূমিকা রাখার আশ্বাস দেন।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ