অতিবৃষ্টিতে রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ৫২৪ হেক্টর কৃষি জমি পানিতে তলিয়ে গেছে।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা) পর্যন্ত জেলায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টিতে জেলায় কৃষি জমি আক্রান্ত হয়েছে। জেলায় দুইদিনে মোট ৫২৪ হেক্টর কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে রোপা আমন ৪১০ হেক্টর, মরিচ ৭ হেক্টর, সবজি ৪১ হেক্টর, কলা ১৪ হেক্টর ও আখ ৫২ হেক্টর।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রতন কুমার বসু বলেন, অতিবৃষ্টির কারণে জেলায় দুইদিনে ৫২৪ হেক্টর কৃষি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রোপা আমন, সবজি, আখ, মরিচ ও কলা রয়েছে। বৃষ্টি কমলে কৃষিতে ক্ষতির পরিমাণ বোঝা যাবে।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম বলেন, গত ১৪ই সেপ্টেম্বর সকাল ৬টা থেকে গতকাল ১৫ই সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত জেলায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় কিছু কৃষি জমি অতিবৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে। পানি কমলে আমরা ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারবো। কৃষি বিভাগের পক্ষ থেকে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। আমি সার্বক্ষণিক সবকিছু মনিটরিং করছি। কৃষি কর্মকর্তারাও সার্বক্ষণিক সব কিছু খোঁজ খবর রাখছে।