ঢাকা শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
আলাদীপুরে খাদ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের দায়ে জননী গাউছিয়া বেকারীকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৯-১৭ ১৫:৫৫:২৮

 খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে গতকাল ১৭ই সেপ্টেম্বর রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর বাজারে জননী গাউছিয়া নামে একটি বেকারীকে ৮হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

 তিনি বলেন, আমাদের নিয়মিত বাজার তদারকি অভিযান চলছে। অভিযানে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে জননী গাউছিয়াকে ৮হাজার টাকা জরিমানা করা হয়। 

 
রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামতের রিমান্ড ও পৃথক মামলায় শ্যোন এরেস্ট শুনানী ২৮ এপ্রিল
রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
সর্বশেষ সংবাদ