ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজবাড়ীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৯-১৭ ১৫:৫৬:২৪

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী সদর ও পৌর শাখার উদ্যোগে গত ১৬ই সেপ্টেম্বর বিকেলে শহরের শ্রীপুরে আলগাজ্জালী ইনস্টিটিউটে অটো, রিক্সা ও ভ্যান শ্রমিকদের নিয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজবাড়ী জেলার সভাপতি সুলাইমান মুন্সীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতের সেক্রেটারী আলিমুজ্জামান, সদর উপজেলার আমীর মাওলানা সাইয়্যেদ আহমদ ও পৌরসভা সেক্রেটারী মাওলানা লিয়াকত আলী বক্তব্য রাখেন।

 অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট মোহাম্মদ রঞ্জু বিশ্বাস।

 এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার সহকারী সেক্রেটারী মোঃ হেলাল উদ্দিন, পৌরসভার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ও সদর সভাপতি আবুল কাশেম জনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর অনেক সমস্যা সমাধানে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সঙ্গে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে
রাজবাড়ী সফরে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি
রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ