ঢাকা রবিবার, অক্টোবর ৬, ২০২৪
ফরিদপুরে বিভাগীয় শোভাযাত্রায় রাজবাড়ী জেলা বিএনপির অংশগ্রহণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৯-১৭ ১৫:৫৬:৪৩

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গতকাল ১৭ই সেপ্টেম্বর বিকেলে ফরিদপুরের ঝিলটুলীতে বিএনপির বিভাগীয় শোভাযাত্রায় বাস-ট্রাক যোগে অংশ গিয়ে নেয় রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মীরা।

 ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়াবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

 ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন ও ফরিদপুর মহানগর বিএনপি’র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম ও ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও পাশ^বর্তী জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 বিভাগীয় এ শোভাযাত্রায় যোগ দিতে রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী উপজেলা ও জেলা বিএনপির নেতাকর্মীরা দুপুর ২টার দিকে গোয়ালন্দ মোড় সমবেত হয়। সেখান থেকে বাস, ট্রাক যোগে বিএনপির নেতৃবৃন্দ ফরিদপুর গিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবুর রহমান, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা জাসাসের আহ্বায়ক আশরাফুল আলম, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহম্মেদ, পৌর বিএনপি'র সভাপতি মোঃ কাশেম মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও মাদারীপুরসহ পার্শ্ববর্তীর উপজেলার নেতৃবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ঢাকা রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাগণ
 বিশ্ব শিক্ষক দিবসে রাজবাড়ীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা
সর্বশেষ সংবাদ