ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ১দফা দাবীতে নার্সিং শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন
  • মাহ্ফুজুর রহমান
  • ২০২৪-০৯-১৮ ১৫:১৮:৫৩

রাজবাড়ীতে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার পদসহ সকল নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিতকরণে এক দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১৮ই সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী সরকারী নার্সিং ইনস্টিটিউটের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে সরকারী-বেসরকারী নার্সিং শিক্ষক-শিক্ষার্থীরা।

 এতে রাজবাড়ী সরকারী নাসিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর রুমা হাজারী, জেলা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার রহিমা ইয়াসমিন, নার্সিং শিক্ষার্থী লিটু চন্দ্র রায়, শান্তা ইসলাম, সুতপা কুন্ডু ও শারমিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

 এ সময় রাজবাড়ী সরকারী নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ আরতী রানী শীল, ইনস্ট্রাক্টর স্মৃতি দে, সালমা পারভীন, সিনিয়র স্টাফ নার্স রওশন আরা, বেসরকারী আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের কাবেরী আজাদ ও আতিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। 

 মানববন্ধনে রাজবাড়ী সরকারী নার্সিং ইনস্টিটিউট ও আব্দুল্লাহ নার্সিং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদসহ সকল নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করণ ও ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান মর্যাদা দেয়ার দাবী জানান।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ