মাশালিয়া বিল থেকে নৌকা ও চায়না দুয়ারী জাল চুরির অভিযোগে ৩জন চোরকে গত ১৭ই সেপ্টেম্বর সন্ধ্যায় গ্রেফতার করেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- বহরপুর ইউনিয়নের নতুন চর গ্রামের মৃত নাজিম উদ্দিন মৃধার ছেলে মেহেদী হাসান টুকু(৪৫), জালাল শেখের ছেলে আব্দুল্লাহ শেখ(২১) ও ইউসুফ আলী শেখের ছেলে ইনদাদুল শেখ(৩৬)।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান জানান, গত ১৬ই সেপ্টেম্বর রাতে বাঘুটিয়া বিলের মধ্যে থাকা ২টি নৌকা ও চায়না দুয়ারী জাল চুরি হয়। এ ঘটনার পরের দিন ১৭ই সেপ্টেম্বর বালিয়াকান্দি থানায় মামলা হলে ওইদিন রাতে এসআই সুকদেব সঙ্গীয় ফোর্স মাশালিয়া বিল থেকে স্থানীয় লোকজনদের সহযোগিতায় উল্লেখিত ৩জনকে গ্রেফতার এবং চুরি হওয়া ২টি নৌকা ও জাল উদ্ধার করে।
গতকাল ১৮ই সেপ্টেম্বর সকালে তাদেরকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।