ঢাকায় শিক্ষা ভবনের সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের হাতে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে শিক্ষকরা।
গতকাল ১৮ই সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সরকারী মাধ্যমিক শিক্ষক পরিবার জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।
মানববন্ধনে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরতাজ তাজিয়া, মাহাবুল ইসলাম, আরাফাত আহমেদ, শওকত মৃধা, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবীর কুমার সেন, শাহেদ আলী, ফজলুল হক গোলাপ ও জহুরুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বাংলাদেশের শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছি। কিন্তু আমরা শিক্ষকরা বিভিন্ন সময় লাঞ্চিত ও হামলার শিকার হচ্ছি। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে শতভাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদায়নসহ বিভিন্ন দাবীতে শিক্ষা ভবনে অবস্থান নেন মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তারা। এ সময় প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের ওপর ন্যাক্কারজনক হামলাসহ শিক্ষিকাদের লাঞ্ছিত করে। শিক্ষক লাঞ্ছিতের সাথে জড়িত শিক্ষা কর্মকর্তা ও সেসিপ প্রকল্পের কর্মচারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, বিধি অনুযায়ী পদোন্নতি পেয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হওয়ার কথা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে। কিন্তু সেসিপ প্রকল্প থেকে রাজস্ব হওয়া উপজেলা মাধ্যমিক অফিসাররা ডিজিকে বাধ্য করছে তাদের জেলা শিক্ষা অফিসার করতে। এ নিয়ে সরকারী মাধ্যমিক শিক্ষকরা মহাপরিচালকের কার্যালয়ে গেলে সেখানে শিক্ষকদের লাঞ্ছিত করে প্রকল্পের উপজেলা মাধ্যমিক অফিসাররা।