ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে গোয়ালন্দে মানববন্ধন ও স্মারকলিপি
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৯-২৪ ১৫:৪৩:৫৭

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে রাজবাড়ী জেলার গোয়ালন্দে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা। 

 গতকাল ২৪ শে সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে মাধ্যমিক স্তরের বেসরকারী স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। 

 গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর আহমেদ, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত হোসেন ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।

 এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে শিক্ষকরা দাবী আদায়ের লক্ষ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 বক্তারা বলেন, মাধ্যমিক পর্যায়ে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। তাদের দাবী না মেনে নেওয়া পর্যন্ত তারা তাদের দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবেন।

 

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ