বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে রাজবাড়ীতে বেসরকারী মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪শে সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অংকুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ মোঃ আব্দুর রউফ হিটুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন দাবী দাওয়ার বিষয় নিয়ে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, আল-গাজ্জালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হাকিম, অংকুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম চৌধুরী, রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শেখ, কল্যাণপুর সিদ্দিকিয়া হাকিমিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক লুৎফুন্নেছা ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী সদর উপজেলার সকল বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা বেতন বৈষম্যের কারণে মানবেতর জীবনযাপন করছি। একজন বেসরকারী মাধ্যমিক শিক্ষকের বেতন কাঠামো খুব কম। আমরা শিক্ষকরা জাতি গঠনে সহায়তা করি কিন্তু আমরাই আজ অবহেলিত। স্বাধীন রাষ্ট্রে শিক্ষকরা এখনো বৈষম্যের মধ্যে আছে। আমাদের প্রাণের দাবী আমরা বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ চাই।
তারা আরও বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছেন। বৈষম্য দূরীকরণের মাধ্যমে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে। পরে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানান বক্তারা।
মানববন্ধন বক্তারা সরকারের কাছে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানান।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করেন শিক্ষকরা।