জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল ২৪শে সেপ্টেম্বর বিকেলে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিনের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাজনীন রেহেনার সঞ্চালনায় সভায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক(জেলা জজ) মোঃ সাব্বির ফয়েজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, জেল সুপার মোঃ আব্দুর রহমান, জেলা বারের সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক এডঃ আব্দুর রাজ্জাক-২, জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন ও পিপি এডঃ উজির আলী শেখ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন বলেন, রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটি অনেক দিন ধরে জেলার তৃণমূল পর্যায়ের অর্থাভাবে আইনী সুবিধা বঞ্চিতদেরকে বিনা খরচে আইনী সুবিধা প্রদান করে আসছে। আর এক্ষেত্রে জেলা লিগ্যাল এইড কমিটির নিয়োগকৃত আইনজীবীদের মধ্যে অনেকে অত্যন্ত সফলভাবে তার মামলাটি সঠিক ভাবে নিস্পত্তি করেছেন। আমি মনে করি জেলা লিগ্যাল এইড কমিটির ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ওই আইনজীবীদের একটি ধন্যবাদ পত্র প্রদানের মাধ্যমে মূল্যায়ন করা উচিত। যাতে তাদের এই মূল্যায়ন দেখে অন্য আইনজীবীগণ উৎসাহিত হন। আবার কোন কোন নিয়োগকৃত আইনজীবীগণ তাদের পরিচালিত মামলা জেলা লিগ্যাল এইড অফিসের বাইরে দুই পক্ষের মধ্যে আপোষ রফা করে নিস্পত্তি করছেন বলে আমরা অবগত হয়েছি। যা মোটেও কাম্য নয়। আমরা আশা করি জেলা বারের সভাপতি ও সাধারণ সম্পাদক এ বিষয়ে প্রয়োজনীয় দপক্ষেপ গ্রহণ করবেন। জেলা লিগ্যাল এইড অফিসে অনেক গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ থাকে। সুতরাং সরকার থেকে এই অফিসের নিরাপত্তার জন্য পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে। আমরা আশা করি জেলা পুলিশের পক্ষ থেকে জেলা লিগ্যাল এইড অফিসের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও সভায় দেশের চলমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়, তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষকে জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সম্পর্কে সচেতন করাসহ জেলা লিগ্যাল এইড কমিটির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।