ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মাঠে থাকবে পুলি------পুলিশ সুপার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৯-২৫ ১৬:৫২:২৯

 সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে রাজবাড়ী পুলিশ।

 গতকাল ২৫শে সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন এ কথা জানান।

 পুলিশ সুপার বলেন, রাজবাড়ী জেলায় এ বছর জেলায় ৪৪৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৮ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে থাকবে ৬জন আনসার সদস্য ও সাধারণ পূজা মন্ডপে নিয়োজিত থাকবে ৪ জন আনসার সদস্য।

 তিনি আরও বলেন, পুলিশের টহল টিম আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে থাকবে। সাদা পোশাকে পুলিশ সদস্যরা কাজ করবে। যেকোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি যাতে না ঘটে সে জন্য পুলিশের গোয়েন্দা সংস্থা তথ্য সরবরাহের জন্য কাজ করবে। যানজট নিরসনে থাকবে ট্রাফিক পুলিশ। এছাড়াও জেলা পুলিশের সিনিয়র অফিসারগণ সার্বক্ষণিক পূজা মন্ডপগুলো পরিদর্শনে যাবে এবং সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর রাখবে।

 সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ