মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)কে নিয়ে অবমাননাকারী ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিধায়ক নিতেশ নারায়ন রানের ফাঁসির দাবী করেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কওমী মাদরাসা ওলামা পরিষদের নেতারা।
এছাড়াও রাসুল (সাঃ)কে কোন ধরণের কটুক্তি বা অবমাননা করলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন তারা।
গতকাল ৩০শে সেপ্টেম্বর বেলা ১১টায় বালিয়াকান্দি স্টেডিয়ামে বালিয়াকান্দি উপজেলা কওমী মাদরাসা ওলামা পরিষদ আয়োজিত ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিধায়ক নিতেশ নারায়ন রান কর্তৃক মহানবীর অবমাননার প্রতিবাদ সমাবেশে এই হুশিয়ারি দেন বক্তারা। পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি কওমী মাদরাসা ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা নুর হুসাইনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা কওমী মাদরাসা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা ও বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি কওমী মাদরাসা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিশ্বে একজন মুসলিম বেঁচে থাকতেও কেউ নবীজীর অসম্মান করতে পারবে না। জীবনের শেষ শক্তি দিয়ে হলেও এর প্রতিবাদ অব্যাহত থাকবে। যারা আমাদের নবীকে নিয়ে কটুক্তি করে খোঁজ নিয়ে দেখুন তাদের পারিবারিক কোন পরিচয় নেই। তারা ইসলামের শত্রু। মুসলমানদের শত্রু। মুসলিম জাতি রক্ত দিতে ভয় করেনা। রসুলকে নিয়ে কোন কটুক্তি করলে কোন রকম ছাড় দেওয়া হবে না।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন, দেশ পরিচালনার স্বার্থে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের চুক্তি হতে পারে। তাতে আমাদের কোন সমস্যা নেই। তাই বলে নবীকে নিয়ে কটুক্তি করবে আর আমরা ধর্মপ্রাণ মুসলমানরা ঘরে বসে থাকবো তা হবে না। নবী করিম(সাঃ) কে নিয়ে কেউ কথা বললে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। তাই প্রধান উপদেষ্টার প্রতি আমাদের অনুরোধ রাষ্ট্রীয়ভাবে এর তীব্র প্রতিবাদ জানান। রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ না জানালে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করার মতো কর্মসূচী দিতে বাধ্য হবো।
হাফেজ মাওলানা আবু মুসা ও হাফেজ মাহাদী হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজবাড়ী শাখার সহ-সভাপতি খোন্দকার মনির আজম মুন্নু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ এস এম মিজানুর রহমান বিল্লাল, মাওলানা ইয়াসিন সুলতান, সাইদুর রহমান, আব্দুল ওয়াদুদ, নুরুল হক, হারুন অর রশিদ, মোঃ নুরুল আলম ও মুফতি শামসুদ্দিন হাব্বানী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শেষে বালিয়াকান্দি স্টেডিয়াম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলাম অংশ নেন।