ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
কসবামজাইলে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৬জন সন্ত্রাসী গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-০২ ১৫:২১:০৬

 যৌথ বাহিনী একটি দল গতকাল ২রা অক্টোবর ভোরে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার এবং ৬জন সন্ত্রাসী দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। 

 জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা অস্থায়ী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোস্তারী মারুফ শাহারিয়ার, ক্যাপ্টেন মোঃ এনামুল হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নুরুজ্জামান এবং পাংশা মডেল থানা পুলিশ যৌথভাবে কশবামাজাইল ইউপির সুবর্ণখোলা গ্রামের তৌহিদুল ইসলামের বসত বাড়িতে অভিযান চালায়। অভিযানে উদ্ধারকৃত অস্ত্র-গুলির মধ্যে রয়েছে- দেশীয় তৈরী ১টি ওয়ান শুটার গান, ১টি কার্তুজ, ১টি তলোয়ার, ২টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল ও ১টি ইয়ার গান।

 যৌথ অভিযানে গ্রেফতারকৃতরা হলো- কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের আফিল উদ্দিন জোয়ার্দ্দারের পুত্র শামীম জোয়ার্দ্দার(৩০), একই গ্রামের আব্দুর রবের পুত্র তৌহিদুল ইসলাম(২৮), মৃত আব্দুল মালেক শেখের পুত্র নজরুল ইসলাম(৩৫), নায়েব আলী মন্ডলের পুত্র ইয়ারুল ইসলাম(৫৩), উজ্জল আলী মন্ডল(৩৭) ও সিরাজ আলী মন্ডল(৬০)। 

 পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সালাউদ্দিন যৌথ বাহিনীর অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার বিষয়ে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ