রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আয়োজনে পাঁচুরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে গত ২রা অক্টোবর সন্ধ্যায় শহরের সজ্জনকান্দায় নিজ বাসভবনে মতবিনিময় সভা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নঈম আনসারী ও রইস উদ্দিন ডিউকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।