ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় নেতাদের সাথে জামায়াতের মতবিনিময়
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-০৪ ১৫:৫৬:৫৬

রাজবাড়ী জেলার পাংশায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলাম। 

 গত ৩রা অক্টোবর সন্ধ্যায় পাংশা শহরের হামিদা ক্লিনিকের নিচ তলায় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর রশিদ।

 পাংশা পৌর জামায়াতের আমীর কাজী ফরহাদ জামিল রুপুর সভাপতিত্বে উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোঃ সুলতান মাহামুদ, পৌর সেক্রেটারী খন্দকার মাওলানা আব্দুল হালিম, পৌর জামায়াতের নায়েবে আমীর মোঃ মঞ্জুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক প্রান্তোস কুন্ডু, সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর ও সাবেক উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল কুমার কুন্ডু বক্তব্য রাখেন। 

 সভায় মোঃ হারুন-অর রশিদ বলেন, জামায়াত কোনো সাম্প্রদায়িক সংগঠন নয়। বিগত সরকার বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে জামায়াতকে সনাতনী ভাইদের থেকে দূরে রেখেছে। এখন সময় এসেছে কাছে এসে একে অপরকে জানার। ধার্মিক কখনো সাম্প্রদায়িক হতে পারে না। আমরা সবাই এদেশের নাগরিক, সবার সমান অধিকার। এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর মাঝখানের দেয়ালটা ভেঙে দিতে হবে।

 তিনি আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব আপনারা আপনাদের মতো করে পালন করবেন। এখানে কেউ বাঁধা দিতে পারবেনা। কেউ বাঁধা দিতে আসলে আমরা আমাদের সাধ্যমত প্রতিহত করার চেষ্টা করবো। আপনারা যদি কোন পূজা মন্ডপ অনিরাপদ মনে করেন আমাদের জানাবেন, আমরা আমাদের কর্মী দিয়ে পাহাড়া দিবো।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ