ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশায় তাওহীদি জনতার বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১০-০৪ ১৫:৫৯:১০

ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক জঘন্য কটুক্তি ও মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাতে সে দেশের বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে গতকাল ৪ঠা অক্টোবর পাংশায় তাওহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 জানা যায়, জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা খন্ড খন্ড মিছিল সহকারে প্রথমে পাংশা পৌরসভা চত্বরে সমবেত হন। পৌরসভা চত্বরে বৃষ্টির পানি থাকায় স্থান সংকুলান না হওয়ায় সেখান থেকে পাংশা শহরের কালিবাড়ি তিন রাস্তা মোড়ে জমায়েত হন মুসল্লিরা। জমায়েত শেষে ব্যানার নিয়ে কয়েক হাজার মুসলিম জনতা শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে পাংশা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। 

 প্রতিবাদ সমাবেশে পাংশা শাহজুঁই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আবু মুসা আশয়ারী, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সাবেক অধ্যক্ষ মীর মোঃ আব্দুল বাতেন, হাফেজ মোঃ আলিমুজ্জামান, পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ ইজাজুল হক, আজিজপুর রশিদিয়া কওমী মাদরাসার মুহতামিম মোঃ ইয়াসির আলী বিশ্বাস, পাংশা সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস মোল্লা, পুইজোর ফাজিল মাদরাসার অধ্যক্ষ সাঈদ আহমেদ, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক ও চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুল কুদ্দুস প্রমূখ বক্তব্য রাখেন।

 প্রতিবাদ সমাবেশে বক্তারা বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করায় সে দেশের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভারত সরকারের কাছে। একই সাথে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে কটুক্তি বা ইসলাম ধর্মের অবমাননাকর কার্যকলাপ সহ্য করা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন। ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক জঘন্য কটুক্তি ও মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

 সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আবু মুসা আশয়ারী। কর্মসূচিতে পাংশার সর্বস্তরের কয়েক হাজার মুসলিম জনতা অংশ নেয়।

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ